Posts

ফ্রিলান্সারদের বা প্রোগ্রামারদের স্বাস্থ্য সচেতনতা রিলেটেড ১২ টি টিপস

প্রোগ্রামারদের স্বাস্থ্য সচেতনতা রিলেটেড ১২ টি টিপস।  ১. চোখ  এক টানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা যাবে না। ২০-২০-২০ রুল ফলো করতে পারো। ২০ মিনিট পরে, ২০ ফিট দুরুত্বে কোন কিছুর দিকে ২০ সেকেন্ড বা তার বেশি সময় তাকিয়ে থাকবে। আমি সাধারণত দেড় দুই ঘন্টা বা মাঝে মধ্যে তিন ঘন্টা পর পর গিয়ে চোখে পানি দিয়ে আসি। মুখ ধুয়ে আসি। ফ্রেশও লাগে। চোখও কিছুটা বিশ্রাম পায়। মনিটর এর ব্রাইটনেস এর দিকে খেয়াল রাখতে হবে। সম্ভব হলে ভালো একটা মনিটর কিনে নিতে পারো। অনেকে ল্যাপটপ এর কীবোর্ড এ টাইপ করে এতে মনিটর খুব কাছে থাকে। এবং আমার কাছে মনে হয় স্ক্রিন এসে চোখে লাগে। তাই আমি এক্সট্রানার কীবোর্ড এবং মাউস ইউজ করি যেন স্ক্রিন কিছুটা দূরে থাকে। এইটা ভালো কি খারাপ জানি না। তবে আমার ভালো লাগে।  . ২. Carpal Tunnel Syndrome প্রচুর টাইপ করতে করতে প্রোগ্রমারদের Carpal Tunnel Syndrome হয়। হাতের শক্তি কমে যায়। আঙুলে সমস্যা হয়। এইটা নিয়ে মাঝে মধ্যে ভয়ে থাকি। কাজ যা করি তা তো সব টাইপিং দিয়েই। এইটা বন্ধ হলে কি হবে? ভয়েস টাইপিং দিয়ে কি কাজ চলবে? নাকি ব্রেইনের নিউরন এর থিংকিং দিয়ে টাইপিং এর সিস্টেম এর জন্য অপেক্ষা করতে হবে?  Carpal

Skills for Employment Investment Program (SEIP) প্রকল্পের আওতায় Professional Web Design-১০০% বিনা মূল্যে কোর্স করার সুযোগ।

Skills for Employment Investment Program (SEIP) প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে বেসিসের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম।   ➡️ কোর্সঃ Professional Web Design     ➡️ ক্লাস শুরুর তারিখঃ ২১ এপ্রিল ২০২২ থেকে ক্লাস শুরু (এখনি যোগাযোগ করুন) সুবিধা সমূহঃ   ➡️ ১০০% বিনা মূল্যে কোর্স করার সুযোগ।     ➡️ প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হবে।     ➡️ প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।   ➡️ যোগ্য প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকুরি প্রদানে সহায়তা করা হবে।   ➡️ নারী, আদিবাসী, দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ অগ্রাধিকার।   ➡️ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ঃ   ➡️ শুধুমাত্র অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত/অনার্স অথবা ডিপ্লোমা কমপ্লিট প্রার্থীরাই এ কোর্স টি করার সুযোগ পাবেন।     ➡️ যারা ইতিপূর্বে এসইআইপি কোর্স করেছেন তারা এই কোর্স করতে পারবেন না।   ➡️ এই পোস্টটি শুধুমাত্র ঢাকার জন্য, কোর্সটি করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ঢাকাতে থাকতে হবে (অফলাইন কোর্স)   ➡️ কোর্স করতে হলে অবশ্যই আপনার জা

নতুন ফ্রীলান্সারদের করনীয়

"প্রথম প্রোজেক্ট পাওয়ার জন্য নতুন ফ্রীলান্সারদের করণীও" আমরা যারা ফ্রিল্যান্সিং জগতে নতুন । আমাদের সব থেকে বড় সমস্যা হল মার্কেটপ্লেসে প্রোজেক্ট না পাওয়া । এবং আমরা যখন কোথাও কিছু শিখি সেখানে শিখানো হয়না কিভাবে প্রোজেক্ট বা অর্ডার পাবেন। আজকে আমি এই বিষয় এর উপর কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আমার। ১. একজন নতুন ফ্রীলান্সার এর প্রোফাইলে তেমন কিছু থাকে না যেটা দেখে বায়ার তাকে কাজ দিবে। তাই আমরা প্রথমে ফোকাস দিবো প্রোফাইলের description এর উপর। মটামটি গুরুত্বপূর্ণ প্রোফাইলের description. ভাল description লেখার জন্য আপনি কিভাবে ধারণা পাবেন? আপনার Category তে যারা কাজ করে যাদের প্রোফাইলে যাদের অনেক গুলো রিভিউ আছে তাদের দেখে ধারণা নিয়ে ইউনিক একটা description লিখেন। ২। এবার বিট করার প্রস্তুতি নেন। বিট করার আগে আপনাকে বুঝতে হবে রিয়াল নাকি ফেইক প্রোজেক্ট। এর জন্য আপনাকে আগে চেক করে নিতে হবে যে বায়ার deposit করসে কিনা বা বায়ার আগে কোনো প্রোজেক্ট কাওকে দিয়ে করাই নিছে কিনা। ৩। যখন দেখবেন একটা বায়ার ৫০ টা বা ৫০০ টা প্রোজেক্ট করাই নিছে আলরেডি ওই প্রোজেক্টে বিট করবেন না। কারন উনি

রেডিটকথনঃ সমস্যা ও সমাধান।

রেডিটকথনঃ সমস্যা ও সমাধান। গত ১-২ মাসে বিশেষ করে আমরা বাংলাদেশী ওয়ার্কাররা "কন্টেস্ট ভোট" নির্ভরশীল হয়ে পড়েছি তাতে সন্দেহ নেই, প্রায় সকলের আর্নিং এখন কন্টেস্ট ভোট নির্ভর। কিন্তু রেডিটের "শ্যাডো ব্যান" নামক এক খুনি খুন করছে আমাদের কন্টেস্ট ভোট নামক সোনার হরিণ। এই খুনি থেকে বাঁচার উপায়, খুন হওয়ার পর করণীয় সবকিছু মিলিয়েই এই পোস্ট। "শ্যাডো ব্যান" কীঃ একটি আংশিক ব্যান সিস্টেম যার মাধ্যমে একটি সাইটের ইউজারকে সেই সাইটের নির্দিষ্ট কিছু ফিচার থেকে ব্যান করা হয়। ফেসবুকে আমরা অনেকসময় কিছু সময়/দিনের জন্য কমেন্ট/পোস্ট/রিয়েক্ট ব্লক খায়, এইগুলোও একপ্রকার শ্যাডো ব্যান। কিন্তু রেডিটের ক্ষেত্রে বিষয়টা একদম আলাদা। তারা সাইট থেকে আপনার একাউন্ট ভ্যানিশ করে দিবে। আপনার একাউন্ট দিয়ে আপনি রেডিটে সবকিছু দেখতে পারবেন এবং করতেও পারবেন, কিন্তু আপনাকে কেউ দেখবেনা। আপনার প্রোফাইল লিংক দিয়ে কেউ ঢুকলে দেখাবে এই নামে কোনো একাউন্ট-ই নেই। এককথায়, রেডিটে আপনার একাউন্টের কোনো অস্তিত্ব থাকবেনা। কীভাবে বুঝবেন আপনার একাউন্ট "শ্যাডো ব্যানেড" কিনাঃ রেডিট শ্যাডো ব্যান এর সবচেয়ে

বায়ার রিকোয়েস্ট , কি লিখবো , কিভাবে লিখবো ?

বায়ার রিকোয়েস্ট , কি লিখবো , কিভাবে লিখবো ? বায়ার রিকোয়েস্ট , আমাদের কাছে সবচেয়ে রহস্যময় জিনিস । বায়ার রিকোয়েস্ট দেখলেই বুকে কামড় দিয়ে উঠে, হ্যা কাজটা মনে হয় দিয়ে দিবে, তাড়াতাড়ি রিকোয়েস্ট সেন্ড করি। কিন্তু সেন্ড করার পরে বরাবরের মতই হতাশা, বায়ার এর চোখের আড়ালেই থেকে যায়। তবে ভেবে দেখুন তো , জিনিস টা খুব স্বাভাবিক নয় কি? বায়ার একটা জব পোস্ট করলে মিনিট পাচেক যেতে না যেতেই ১০০-৩০০ রিকোয়েস্ট জমা পড়ে । আমরা পারি কিংবা না পারি , বুঝি কিংবা না বুঝি , বাজেট সুইটাবেল হোক বা না হোক , আমাদের কাভার লেটার সেন্ড করতেই হবে ,। এখন প্রশ্ন, বায়ার কি আদো ওই রিকোয়েস্ট গুলো দেখে । হ্যা দেখে তবে ৩০০ এর সবকটা দেখে না যে গুলো চোখ ধাধানো ওই গুলোই দেখে। আর চেষ্টা করে ওইগুলোর রেস্পন্স করতে। একটা Example দেইঃ ২০ টা কালো রঙ এর বল সারিবদ্ধ করা আছে তার মধ্যে একটা বল শুধু সাদা রঙ এর আপনার চোখ প্রথমে কোন বলের দিকে যাবে। এক্সলি সাদা রঙ এর বলের দিকে যাবে , কারন টা অনেক সিম্পল কারন সাদা রঙ এর বল টা আলাদা। আর সবার থেকে। আমরা কিন্তু মানুষ , স্বভাবতই আমাদের আলাদা জিনিসের প্রতি ইন্টারেস্ট টা বেশি থাকে , আমরা ওই

ডিজিটাল মার্কেটিংয়ের জন্যে ২১ টি অনলাইন টুল

ডিজিটাল মার্কেটিংয়ের জন্যে ২১ টি অনলাইন টুল নেম তৈরি করতে সাইট যে দরকার - http://thenameapp.com/ দরকারি কিছু বিষয়ে - http://startupstash.com/ স্লাইড শেয়ার - http://www.slideshare.net ছবি কম্প্রেস করার - https://tinypng.com/ ছবি কম্প্রেস করার - http://www.jpegmini.com/ ছবি কম্প্রেস করার - http://optimizilla.com/ ভিডিও তৈরির জন্যে - http://www.videoscribe.co/buy WHITE BLACBOARD ANIMATION - https://www.rawshorts.com/wizard ডিজাইন করার জন্যে - https://www.canva.com/ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল Hootsuite মেইল সেন্ড - http://mailchimp.com মার্কেটিং টুল Hubspot কিওয়ার্ড রিসার্চ টুল Ahrefs গুগল বিজ্ঞাপনে Google AdWords কিওয়ার্ড রিসার্চ টুল Semrush কিওয়ার্ড আইডিয়া Answerthepublic অ্যানালিটিকস Google Analytics এসইও টুল Yoast কনটেন্ট ম্যানেজমেন্ট টুল Trello কনটেন্ট রিসার্চ BuzzSumo কিওয়ার্ড রিসার্চ টুল Keywords Everywhere x

Article Submission Sites List

·          http://www.sites.google.com ·          http://www.examiner.com ·          http://www.livejournal.com ·          http://www.tumblr.com ·          http://www.storify.com ·          http://www.github.com ·          http://www.merchantcircle.com ·          http://www.newsvine.com ·          https://www.wattpad.com ·          http://www.evernote.com ·          http://www.webwire.com ·          http://www.magportal.com ·          http://www.sitepromotiondirectory.com ·          http://www.traveltourismdirectory.net ·          http://www.thefreelibrary.com ·          http://www.highrankdirectory.com ·          http://www.seekingalpha.com ·          http://www.thefreelibrary.com ·          http://www.buzzle.com ·          http://suite101.com ·          http://w