রেডিটকথনঃ সমস্যা ও সমাধান।

রেডিটকথনঃ সমস্যা ও সমাধান।

গত ১-২ মাসে বিশেষ করে আমরা বাংলাদেশী ওয়ার্কাররা "কন্টেস্ট ভোট" নির্ভরশীল হয়ে পড়েছি তাতে সন্দেহ নেই, প্রায় সকলের আর্নিং এখন কন্টেস্ট ভোট নির্ভর। কিন্তু রেডিটের "শ্যাডো ব্যান" নামক এক খুনি খুন করছে আমাদের কন্টেস্ট ভোট নামক সোনার হরিণ। এই খুনি থেকে বাঁচার উপায়, খুন হওয়ার পর করণীয় সবকিছু মিলিয়েই এই পোস্ট।

"শ্যাডো ব্যান" কীঃ

একটি আংশিক ব্যান সিস্টেম যার মাধ্যমে একটি সাইটের ইউজারকে সেই সাইটের নির্দিষ্ট কিছু ফিচার থেকে ব্যান করা হয়। ফেসবুকে আমরা অনেকসময় কিছু সময়/দিনের জন্য কমেন্ট/পোস্ট/রিয়েক্ট ব্লক খায়, এইগুলোও একপ্রকার শ্যাডো ব্যান। কিন্তু রেডিটের ক্ষেত্রে বিষয়টা একদম আলাদা। তারা সাইট থেকে আপনার একাউন্ট ভ্যানিশ করে দিবে। আপনার একাউন্ট দিয়ে আপনি রেডিটে সবকিছু দেখতে পারবেন এবং করতেও পারবেন, কিন্তু আপনাকে কেউ দেখবেনা। আপনার প্রোফাইল লিংক দিয়ে কেউ ঢুকলে দেখাবে এই নামে কোনো একাউন্ট-ই নেই। এককথায়, রেডিটে আপনার একাউন্টের কোনো অস্তিত্ব থাকবেনা।

কীভাবে বুঝবেন আপনার একাউন্ট "শ্যাডো ব্যানেড" কিনাঃ

রেডিট শ্যাডো ব্যান এর সবচেয়ে ফালতু বিষয় রেডিট আপনাকে কখনো জানাবে না যে আপনার একাউন্ট শ্যাডো ব্যানেড, আপনার একাউন্টে কোনো প্রকার ইরর বা ওয়ার্নিং কিচ্ছু দিবে না। আপনার একাউন্ট শ্যাডো ব্যানেড কিনা সেটা বুঝার জন্য আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে।

প্রথম নিয়মঃ https://cable.ayra.ch/reddit/ এই লিংকে গিয়ে আপনার রেডিট ইউজারনেম দিয়ে ক্যাপচা পূরণ করে "check" এ ক্লিক করুন। আপনার একাউন্ট ঠিক থাকলে "(আপনার ইউজারনেম) is not shadowbanned." এরকম টেক্সট আসবে। আর শ্যাডো ব্যানেড হলে "(আপনার ইউজারনেম) is shadowbanned or doesn't exists." এরকম। উল্লেখ্য, এই সাইট দিয়ে এক আইপি দিয়ে প্রতিদিন নির্দিষ্ট কয়েকবার চেক করা যায়।

দ্বিতীয় নিয়মঃ আপনার রেডিট একাউন্ট লগআউট/সাইনআউট করুন, যদি লগআউট অবস্থায় আপনার রেডিট প্রোফাইল দেখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর না দেখতে পারলে ইন্নালিল্লাহ। আপনার রেডিট প্রোফাইল লিংক কপি করে ব্রাউজারের "incognito mode" ওপেন করে সেখানে পেস্ট করেও সহজেই দেখতে পারেন।

"শ্যাডো ব্যান" থেকে বাঁচার উপায়ঃ

শ্যাডো ব্যান মূলত স্প্যাম প্রতিরোধ করার জন্য রেডিটের একটি সিস্টেম, আমরা যে উরাধুরা আপভোট দিই সেটা প্রথম সারির একটি স্প্যাম। সেক্ষেত্রে কখনো শ্যাডো ব্যান খাবেন না এরকম কোনো নিশ্চয়তা নেই। তারপরেও কিছু সাবধানতা অবলম্বন করা যায়ঃ প্রতিদিন নিজের প্রোফাইলে ১-২টা পোস্ট করুন। পোস্টগুলো একটু বড় দেওয়ার চেষ্টা করবেন।

নিজের প্রোফাইল/কমেন্টে কোনো সাইটের লিংক শেয়ার করবেন না, এটা অনেকসময় স্প্যাম ধরে।

স্প্যাম মনে হয় এরকম কোনো পোস্ট বা কমেন্ট করবেন না।

রেডিটে আপভোট/ফলোয়ার চেয়ে কোনো পোস্ট/কমেন্ট করবেন না।

আপভোট দেওয়া বাদেও অন্যান্য সময় রেডিটে কিছু সময় দিবেন, অন্যদের পোস্টগুলোই কমেন্ট করবেন, সাবরেডিটগুলোই ঘোরাঘুরি করবেন।

একথায়, আপনার একাউন্টের অ্যাক্টিভিটি রেডিটের কাছে যেন স্বাভাবিক মনে হয়।

রেডিট একাউন্ট "শ্যাডো ব্যান" হলে করণীয়ঃ

রেডিট একাউন্ট শ্যাডো ব্যান হলেই সব শেষ বিষয়টা এরকম না। যারা নিয়মিত "কন্টেস্ট ভোট"র কাজ করে তাদের প্রায় সকলের "শ্যাডো ব্যান" খাওয়ার অভিজ্ঞতা আছে। যদি দেখেন আপনার একাউন্ট "শ্যাডো ব্যানেড" তাহলে হলে কী করবেনঃ

প্রথমেই "fb.com/nurnazmun/posts/4142986739102508" এই ভিডিও দেখে রেডিটে আপিল করুন। আশা করা যায় কয়েক ঘন্টার মধ্যে আপনার একাউন্ট ঠিক হয়ে যাবে।

যদি মাইক্রোওয়ার্কার্স এ আপনার কন্টেস্ট ভোটের কোনো/বেশি কাজ পেন্ডিং না থাকলে আগের আইডি ঠিক হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে পারেন। কিন্তু যদি অনেক কাজ পেন্ডিং থাকে তাহলে সাথে সাথে নতুন একটা রেডিট একাউন্ট খুলে উরাধুরে কন্টেস্ট ভোটের কাজ শুরু করে দিন, খেয়াল রাখবেন নতুন একাউন্ট যেনো কোনোভাবেই "শ্যাডো ব্যানেড" না হয়। এক্ষেত্রে বায়ার আপনার কাজ চেক করলেও ভাগ্যক্রমে নতুন একাউন্ট চেক করলে বেঁচে যাবেন।

আপনার একাউন্ট ""শ্যাডো ব্যানেড" এই জিনিসটা সঠিক সময়ে বুঝতে পারাই গুরুত্বপূর্ণ বিষয়। তাই অবহেলা না করে নিয়মিত আপনার একাউন্ট চেক করুন, বিশেষ করে কাজ শুরু করার আগে ও পরে নিয়মিত চেক করতে ভুলবেন না।

মাইক্রোওয়ার্কার্স আইডিতে কন্টেস্ট ভোট না আসলে করণীয়ঃ

সত্যি বলতে করার কিছু নেই। আপনার একাউন্টে যদি একটানা ২-৩ দিন কন্টেস্ট ভোটের কাজ না আসে তাহলে বুঝতে হবে আপনার রেডিট একাউন্ট হয়তো "শ্যাডো ব্যানেড" ছিলো এবং বায়ার আপনাকে ব্লক করে দিয়েছে। বায়ারের মন যদি কোদোদিন ভালো থাকে এবং খুশী হয়ে আনব্লক করে দেয় তখন আবার পাবেন, তা বাদে করার কিছু নেই। তবে খুশীর কথা হচ্ছে, রেডিট আপভোটের চাহিদা দিনকে দিন বাড়ছে। অন্যান্য মাইক্রো রিলেটেড সাইটগুলোই রেডিট আপভোটের অনেক বায়ার, আশা করা যায় তারা শীঘ্রই মাইক্রোওয়ার্কার্স এও আসবে।

কালকে হয়তো মাইক্রোওয়ার্কার্স এ "কন্টেস্ট ভোটে" নামক কোনো কাজ নাও থাকতে পারে তাই শুধুমাত্র একটা কাজের উপর নির্ভরশীল থাকলে চলবে না। যারা ইতিমদ্ধে কন্টেস্ট ভোটের কাজ পাচ্ছেন না তারা চাইলে আমাদের পেইড গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে অনেক ধরণের কাজ পাবেন সেইসাথে প্রিমিয়াম সাপোর্ট তো থাকছেই।

পেইড গ্রুপে জয়েন হতে চাইলো এই পোস্ট ফলো করুনঃ fb.com/groups/bdmicroworker/permalink/954212622012574/ পরিশেষে আপনার ও আপনার সকল একাউন্টের সুস্থতা কামনা করে এই পোস্টের ইতি টানলাম, ভালো থাকবেন।

https://www.facebook.com/groups/843186559781848/user/100009728473703/

Comments

Popular posts from this blog

LEDP CERTIFICATE APPLICATION --লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ২০২০ সালে শুরু হওয়া অনলাইনে প্রদত্ত প্রশিক্ষণ গ্রহণ কার্যক্রম

LEDP Course Certificate Download || এল ই ডি পি সার্টিফিকেট ডাউনলোড

Search Engine - List