নতুন ফ্রীলান্সারদের করনীয়

"প্রথম প্রোজেক্ট পাওয়ার জন্য নতুন ফ্রীলান্সারদের করণীও"

আমরা যারা ফ্রিল্যান্সিং জগতে নতুন । আমাদের সব থেকে বড় সমস্যা হল মার্কেটপ্লেসে প্রোজেক্ট না পাওয়া । এবং আমরা যখন কোথাও কিছু শিখি সেখানে শিখানো হয়না কিভাবে প্রোজেক্ট বা অর্ডার পাবেন। আজকে আমি এই বিষয় এর উপর কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আমার।

১. একজন নতুন ফ্রীলান্সার এর প্রোফাইলে তেমন কিছু থাকে না যেটা দেখে বায়ার তাকে কাজ দিবে। তাই আমরা প্রথমে ফোকাস দিবো প্রোফাইলের description এর উপর। মটামটি গুরুত্বপূর্ণ প্রোফাইলের description. ভাল description লেখার জন্য আপনি কিভাবে ধারণা পাবেন? আপনার Category তে যারা কাজ করে যাদের প্রোফাইলে যাদের অনেক গুলো রিভিউ আছে তাদের দেখে ধারণা নিয়ে ইউনিক একটা description লিখেন।

২। এবার বিট করার প্রস্তুতি নেন। বিট করার আগে আপনাকে বুঝতে হবে রিয়াল নাকি ফেইক প্রোজেক্ট। এর জন্য আপনাকে আগে চেক করে নিতে হবে যে বায়ার deposit করসে কিনা বা বায়ার আগে কোনো প্রোজেক্ট কাওকে দিয়ে করাই নিছে কিনা।

৩। যখন দেখবেন একটা বায়ার ৫০ টা বা ৫০০ টা প্রোজেক্ট করাই নিছে আলরেডি ওই প্রোজেক্টে বিট করবেন না। কারন উনি বেশির ভাগ সময় তাদেরকেই কাজ দিবে যাদের প্রোফাইলে অনেক কাজ করার রেভিউ আছে।

৪। তাহলে কোন প্রোজেক্টে বিট করবেন? যে বায়ার গুলো নতুন বা ২/১ টা কাজ করাইছে তাদের প্রোজেক্টে বিট করবেন। এরা যে কাওকে প্রোজেক্ট দেওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৫। বিটে কি লিখবেন বা কিভাবে লিখবেন? প্রোজেক্ট পাওয়া টা ৫০%/৭০% depend করে বিট লিখার উপর নতুন দের জন্য। কিছু বিষয় আপনার ফোকাস রাখতে হবে।

! সহজ সরল ভাবে ইংরেজিতে লিখার চেস্টা করতে হবে। অনেক বায়ার থাকে European যারা নিজে ইংলিশে কাচা থাকে৷ অনেকের Native ভাষা Dutch. তাই সহজ ভাষায় লিখার চেস্টা করুন।

!! ওইসব বায়ার এর প্রজেক্টে বিট করবেন যারা নতুন শুদু deposit করছে কিন্তু কাজ করাইনাই এখনো কারো কাছে অথবা ২/১ টা কাজ করাইছে এমন বায়ার এর প্রজেক্টে বিট করার চেস্টা করুন।

!!! বায়ার যে কাজ এর কথা উলেখ করেছে তার উপর সুন্দর করে বিট করার চেস্টা করেন৷ আপনি যেতো বেশি তার কথার সাথে মিল রাখে বা তার কজের উপর বিস্লেশ্ন করে লিখবেন তেতই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। বায়ার কি চাচ্ছে সেটা বুঝে তার মন বুঝার চেস্টা করেন। মেয়েদের মন বুঝার থেকে বায়ার এর মন বুঝা অনেক সহজ কাছ। একটু চেস্টা করতে হবে আর লিখতে হবে৷

৬। কোন দেশের বায়ার এর প্রোজেক্টে বিট করবেন? সব দেশের বায়ার এর প্রোজেক্ট এই বিট করতে পারেন বাট সব সময় চেস্টা করবেন European দেশ গুলর প্রজেক্টে বিট করার। এক্সাম্পলঃ Germany, Netherlands, Belgium, Sweden, Switzerland, Denmark, Norway, Brazil, New Zealand, Canada, Israel, Australia, USA, UK, etc.

৭। বিট করার পর অ্যাক্টিভ থাকার চেস্টা করেন। বায়ার সব সময় তাকেই knock করতে ভালবাসে যে অ্যাক্টিভ থাকে বা আছে। তাই বিট করার পর পরেই অফলাইনে যাবেননা এইসব বিষয় নজর রাখেতে পারলে ইনশাল্লাহ আপনি প্রোজেক্টে পাবেন। আমি আমার অভিজ্ঞতা উনুযাই লিখালাম। এর পরেও যদি কাজ না পান তাহলে কি করবেন?

3 টা option আছে।

! এভাবেই চেস্টা করতে হবে Paid Membership নিয়ে। Paid Membership নিলে অনেক বেশি বিট করতে পারবেন তাই প্রোজেক্ট পাওয়ার সম্ভাবনা বাড়ে যাবে।

!! কিছু কিছু বায়ার এর Contact info খুজে বাহির করা যায়। কিভাবে বাহির করা যায় এই বিষয় পরে লিখা লিখি করবো কোন একদিন ইনশাআল্লাহ।

!!! মার্কেটপ্লেসের বাহিরে কিভাবে প্রোজেক্ট পাওয়া যায় তা নিয়ে Research করতে হবে। অনেক বড়ো এই বিষয়টা। তাই অন্য একদিন লিখবো এটা এবং Contact Info এর বিষয় নিয়ে।

ভালো থাকবেন প্রশ্ন থাকলে করতে পারেন হেল্প করার চেষ্টা করবো :)

#happyfreelancing #freelancer #Fiverr #freelancingtips collected

Comments

Popular posts from this blog

LEDP CERTIFICATE APPLICATION --লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ২০২০ সালে শুরু হওয়া অনলাইনে প্রদত্ত প্রশিক্ষণ গ্রহণ কার্যক্রম

LEDP Course Certificate Download || এল ই ডি পি সার্টিফিকেট ডাউনলোড

Search Engine - List