Asian Development Bank(ADB) এর আর্থিক সহায়তায়, Skills for Employment Investment Program (SEIP) এর সাথে শুরু হতে যাচ্ছে BASIS-SEIP UY Lab প্রশিক্ষণ প্রকল্প

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আওতায় Asian Development Bank(ADB) এর আর্থিক সহায়তায়, Skills for Employment Investment Program (SEIP) এর সাথে শুরু হতে যাচ্ছে BASIS-SEIP UY Lab প্রশিক্ষণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনবল তৈরি, বেকারত্ব দুরীকরন ও কর্মসংস্থান সুযোগ তৈরীর উদ্দেশ্যে BASIS(বেসিসের) এর তত্ত্বাবধানে UY Lab এ আবারো শুরু হচ্ছে (SEIP) এসইআইপি প্রকল্পের ১০০% বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম।


প্রশিক্ষণের বিষয়ঃ Graphics & UI Design


প্রশিক্ষণের সুযোগ সুবিধা সমূহঃ


🔶 সম্পূর্ন বিনামূল্যে প্রশিক্ষণ নেয়ার সুযোগ।


🔶 প্রশিক্ষণ শেষে উত্তীর্ন প্রশিক্ষণার্থীদের সরকারী সার্টিফিকেট প্রদান।


🔶 প্রশিক্ষণ শেষে এককালীন ভাতা প্রদান।


🔶 আন্তর্জাতিক মানের ইংলিশ স্পোকেন ও বিজনেস কমিনিউকেশন স্কিল সার্টিফিকেশন প্রদান।


🔶 প্রশিক্ষণ শেষে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান পাওয়ার সহায়তা।


গুরুত্বপূর্ণ কিছু বিষয়ঃ


🔶 ডিপ্লোমা/অনার্স/মাস্টার্স অধ্যয়নরত এবং ডিপ্লোমা/অনার্স/মাস্টার্স সম্পুর্ন হয়েছে এমন সকল প্রার্থীরা এই কোর্স টি করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই উল্লখিত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথব সনদপত্রের ফটোকপি প্রদর্শন করতে হবে।


🔶 প্রশিক্ষণে সুযোগ পেতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র(NID) থাকতে হবে।


🔶 প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হলে প্রার্থীর বয়স জাতীয় পরিচিতপত্র অনুযায়ী অবশ্যই ১৮ বছর - ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।


🔶 যারা ইতিপূর্বে এসইআইপির প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন তারা পুনরায় এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না।


🔶 ঢাকায় বসবাসরত যেকোনো জেলার শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ নেয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রশিক্ষণটি করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ঢাকাতে থাকতে হবে।


🔶 ৬০ টি ক্লাস এর সমন্বয়ে ৩ মাসে, সপ্তাহে ০৫ দিন (রবি থেকে বৃহস্পতিবার) ০৪ ঘন্টা করে UY Lab (ইউওয়াই ল্যাবে) এসে সরাসরি ক্লাস করার সময় থাকতে হবে।


কোর্সটিতে আপনার যোগ্যতার ভিত্তিতে অংশগ্রহন নিশ্চিত করতে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।


📌রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/ztkYr8VNA3heigPQ9


(বিঃদ্রঃ নারী, আদিবাসী, দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ অগ্রাধিকার।)


রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পরে অপেক্ষা করুন, খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করা হবে।

প্রশিক্ষণ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ https: UY Lab

প্রতিনিধির সাথে কথা বলার জন্য ফোন করুন- +8801906600014 (from 9:30am - 05:00pm)


🏚️ কর্পোরেট অফিসঃ

31 Mohakhali , Colombia Super Market-Lift-05, UY Lab, Wireless Gate, Dhaka - 1213

৩১ মহাখালী, কলাম্বিয়া সুপার মার্কেটের ৫ম তলায়, ওয়ারলেস গেট, ঢাকা - ১২১৩ । (তিতুমীর কলেজের পাশে)

Comments

Popular posts from this blog

LEDP CERTIFICATE APPLICATION --লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ২০২০ সালে শুরু হওয়া অনলাইনে প্রদত্ত প্রশিক্ষণ গ্রহণ কার্যক্রম

LEDP Course Certificate Download || এল ই ডি পি সার্টিফিকেট ডাউনলোড

Search Engine - List