Posts

Showing posts from June, 2021

রেডিটকথনঃ সমস্যা ও সমাধান।

রেডিটকথনঃ সমস্যা ও সমাধান। গত ১-২ মাসে বিশেষ করে আমরা বাংলাদেশী ওয়ার্কাররা "কন্টেস্ট ভোট" নির্ভরশীল হয়ে পড়েছি তাতে সন্দেহ নেই, প্রায় সকলের আর্নিং এখন কন্টেস্ট ভোট নির্ভর। কিন্তু রেডিটের "শ্যাডো ব্যান" নামক এক খুনি খুন করছে আমাদের কন্টেস্ট ভোট নামক সোনার হরিণ। এই খুনি থেকে বাঁচার উপায়, খুন হওয়ার পর করণীয় সবকিছু মিলিয়েই এই পোস্ট। "শ্যাডো ব্যান" কীঃ একটি আংশিক ব্যান সিস্টেম যার মাধ্যমে একটি সাইটের ইউজারকে সেই সাইটের নির্দিষ্ট কিছু ফিচার থেকে ব্যান করা হয়। ফেসবুকে আমরা অনেকসময় কিছু সময়/দিনের জন্য কমেন্ট/পোস্ট/রিয়েক্ট ব্লক খায়, এইগুলোও একপ্রকার শ্যাডো ব্যান। কিন্তু রেডিটের ক্ষেত্রে বিষয়টা একদম আলাদা। তারা সাইট থেকে আপনার একাউন্ট ভ্যানিশ করে দিবে। আপনার একাউন্ট দিয়ে আপনি রেডিটে সবকিছু দেখতে পারবেন এবং করতেও পারবেন, কিন্তু আপনাকে কেউ দেখবেনা। আপনার প্রোফাইল লিংক দিয়ে কেউ ঢুকলে দেখাবে এই নামে কোনো একাউন্ট-ই নেই। এককথায়, রেডিটে আপনার একাউন্টের কোনো অস্তিত্ব থাকবেনা। কীভাবে বুঝবেন আপনার একাউন্ট "শ্যাডো ব্যানেড" কিনাঃ রেডিট শ্যাডো ব্যান এর সবচেয়ে