Posts

Showing posts from May, 2021

বায়ার রিকোয়েস্ট , কি লিখবো , কিভাবে লিখবো ?

বায়ার রিকোয়েস্ট , কি লিখবো , কিভাবে লিখবো ? বায়ার রিকোয়েস্ট , আমাদের কাছে সবচেয়ে রহস্যময় জিনিস । বায়ার রিকোয়েস্ট দেখলেই বুকে কামড় দিয়ে উঠে, হ্যা কাজটা মনে হয় দিয়ে দিবে, তাড়াতাড়ি রিকোয়েস্ট সেন্ড করি। কিন্তু সেন্ড করার পরে বরাবরের মতই হতাশা, বায়ার এর চোখের আড়ালেই থেকে যায়। তবে ভেবে দেখুন তো , জিনিস টা খুব স্বাভাবিক নয় কি? বায়ার একটা জব পোস্ট করলে মিনিট পাচেক যেতে না যেতেই ১০০-৩০০ রিকোয়েস্ট জমা পড়ে । আমরা পারি কিংবা না পারি , বুঝি কিংবা না বুঝি , বাজেট সুইটাবেল হোক বা না হোক , আমাদের কাভার লেটার সেন্ড করতেই হবে ,। এখন প্রশ্ন, বায়ার কি আদো ওই রিকোয়েস্ট গুলো দেখে । হ্যা দেখে তবে ৩০০ এর সবকটা দেখে না যে গুলো চোখ ধাধানো ওই গুলোই দেখে। আর চেষ্টা করে ওইগুলোর রেস্পন্স করতে। একটা Example দেইঃ ২০ টা কালো রঙ এর বল সারিবদ্ধ করা আছে তার মধ্যে একটা বল শুধু সাদা রঙ এর আপনার চোখ প্রথমে কোন বলের দিকে যাবে। এক্সলি সাদা রঙ এর বলের দিকে যাবে , কারন টা অনেক সিম্পল কারন সাদা রঙ এর বল টা আলাদা। আর সবার থেকে। আমরা কিন্তু মানুষ , স্বভাবতই আমাদের আলাদা জিনিসের প্রতি ইন্টারেস্ট টা বেশি থাকে , আমরা ওই